About Me

header ads

চিন্তার ভারে নুয়ে পড়া মানবজাতি – ‘ওয়েট অফ থট’ ভাস্কর্য

ওয়েট অফ থট
ওয়েট অফ থট

প্রতিবেদন: মোহাম্মদ রাফি | ঢাকা প্রতিনিধি |

মস্কোর একটি ব্যতিক্রমী ভাস্কর্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ১৯৯৯ সালে থমাস লিওর নির্মিত এই ভাস্কর্যের নাম ‘ওয়েট অফ থট’, যার অর্থ ‘চিন্তার ভার’।

ভাস্কর্যে দেখা যায়, একটি মানবদেহের বিশাল মাথা দেয়ালে হেলে পড়েছে, যা গভীর চিন্তার বোঝা বহনের প্রতীক। শিল্পী থমাস লিওর এই ভাস্কর্যের মাধ্যমে দেখাতে চেয়েছেন, কিভাবে অতিরিক্ত ভাবনা ও মানসিক চাপ মানবজাতিকে ধীরে ধীরে বিপর্যস্ত করে তুলছে।

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার গতি বেড়েছে, কিন্তু সেই সাথে বেড়েছে মানসিক চাপও। এই ভাস্কর্যটি আজকের সমাজের বাস্তবতা ও মানুষের অন্তর্দন্দ্বের প্রতিচ্ছবি তুলে ধরে।

এটি শুধু শিল্পকর্ম নয়, বরং আমাদের ভাবনার খোরাক জোগায়—আমরা কি আসলেই চিন্তার ভারে নুয়ে পড়ছি?

নিউজ ডেস্ক | বুলেটিন সংবাদ

Post a Comment

0 Comments